এদেশের বৃহত্তম ও সর্ব প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ।
৭৫ বছরে দেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সাফল্যের জয়গানে মুখরিত। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতা। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশে আজ ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ তাড়াশ উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সহ দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।
বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুর রাজ্জাক, মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মোক্তার হোসেন, হোসনে আরা পারভীন লাভলী, যুগ্ম- সাধারন সম্পাদক শাহিনুর আলম লাবু, প্রভাষক মর্জিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি অনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জর্জিয়াস মিলন রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লুৎফুর কবির লিমন, উপজেলা ছাত্রলীগের ইকবাল হাসান রুবেল ভারপ্রাপ্ত সম্পাদক সুলতান মাহমুদ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন